Skip to main content

Posts

Showing posts from July, 2025

সুবোধ সরকারের ৫০ বছরের কবি জীবন উদযাপনের অঙ্গ হিসাবে ট্যাবলো উদ্বোধন

  একনজরে প্রতিবেদন: আগামী ৮ জুলাই এক ঐতিহাসিক অনুষ্ঠানের সাক্ষী থাকতে চলেছে শহর চুঁচুড়া। কবি সুবোধ সরকারের কবিতা জীবনের ৫০ বছর উদযাপন করতে চলেছে অমিত রে ক্রিয়েশন। সেই উপলক্ষে আজ সাহিত্যিক স্বপন মজুমদার উদ্বোধন করলেন একটি ভ্রাম্যমান ট্যাবলোর। উপস্থিত ছিলেন কবি সনৎ দে, দেবজাত, সূচন্দ্রিতা ঘোষাল সহ একাধিক কবি। ইতিমধ্যেই এই অনুষ্ঠানকে কেন্দ্র করে শহরে কিছু বিতর্কের সৃষ্টি হয়েছে। তবে সমস্ত বিতর্কের অবসান ঘটিয়ে অনুষ্ঠানের আয়োজক অমিত রে বলেন - সুবোধ সরকারের রাজনৈতিক জীবন ও কবি জীবন সম্পূর্ণ দুটি আলাদা প্রেক্ষাপট আমরা সুবোধ সরকারকে প্রধানত কবি হিসাবেই এই অনুষ্ঠানে উপস্থাপিত করতে চাই। তার রাজনৈতিক জীবন সম্পর্কে আমাদের অনুসন্ধান থাকলেও কবি জীবন সম্পর্কে উৎসাহ অনেক বেশি। সুবোধ সরকার বাংলা সাহিত্যে যে সৃষ্টির জন্ম দিয়েছেন এবং আগামী দিনে দেবেন তা বাংলা সাহিত্যকে ইতিমধ্যেই সমৃদ্ধ করেছে এবং আগামী দিনে আরও সমৃদ্ধ করবে বলেই আশা করি। দল-মত নির্বিশেষে সকল স্তরের সাহিত্যপ্রেমী মানুষকে ঐদিন বিকালে রবীন্দ্রভবনে উপস্থিত হওয়ার জন্য তিনি আহ্বান জানান।