একনজরে প্রতিবেদন:চিনসুরা ধরমপুর অ্যাথালেটিক ক্লাব এর সহযোগিতায় Shihan ASIM CHONGDER এবং Sensei Sangita Maity র WOMAN'S SELF DEFENCE ACADEMY এ বছর ক্যারাটে চ্যাম্পিয়নশিপে অভাবনীয় সাফল্য লাভ করলো। বহু বছর ধরে ক্যারাটে অনুশীলন হয়ে আসছে এখানে। তবে এবারই তারা এত ভালো ফলাফল করলো। 25-27এ জুলাই 2025 এ নেতাজি ইন্ডোর স্টেডিয়াম এ অনুষ্ঠিত 9th-"INTERNATIONAL KARATE CHAMPIONSHIP" এ এই একাডেমি থেকে 50 জন ছাত্র ছাত্রী অংশগ্রহণ করেছিলো।সেখানে 19 জন GOLD,12 জন SILVER ও 34 জন BRONZE পেয়েছে। এ প্রসঙ্গে সঙ্গীতা মাইতি বলেন হুগলিবাসী হিসেবে আমরা গর্বিত যারা আমাদের হুগলি তথা ভারতবর্ষের নাম সারা বিশ্বের কাছে উজ্জ্বল করেছে।