Skip to main content

Posts

Showing posts from August, 2024

তিলোত্তমার জন্য পদযাত্রায় এঞ্জেলস ওয়ার্ল্ড

  একনজরে প্রতিবেদন:আর জি কর কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালো এঞ্জেলস ওয়ার্ল্ড স্কুলের শিশু ও তাদের অভিভাবকরা ।এই পদযাত্রায় অংশ নেন স্কুলের শিক্ষিকারাও। শুক্রবার বিকালে স্কুলের সামনে থেকে পদযাত্রা শুরু হয়ে চুঁচুড়া মাঠ পরিক্রমা করে রবীন্দ্র ভবনের সামনে শেষ হয়। সমস্বরে রবীন্দ্রসঙ্গীত ও উই ওয়ান্ট জাস্টিস স্লোগানের মাধ্যমে মুখরিত হয়ে ওঠে রবীন্দ্রভবন চত্বর। এ প্রসঙ্গে স্কুলের প্রধানা শিক্ষিকা শর্মিষ্ঠা দত্ত বলেন আমরা প্রত্যেক দোষীর শাস্তি চাই। আমাদের এখন একটাই দাবি তিলোত্তমার আত্মার শান্তিতে দোষীদের শাস্তি দরকার। আজকের পদযাত্রায় শিশুদের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল নজরকাড়া।

আর জি কর কাণ্ডের প্রতিবাদে আরামবাগ আই এম এ

  একনজরে প্রতিবেদন:আর জি কর কাণ্ডের প্রতিবাদে আজ রাস্তায় নেমে বিক্ষোভ দেখালো আরামবাগ আইএমএ। আরামবাগ হাসপাতাল মোড়ে এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক অশোক নন্দী দেবদুলাল ভট্টাচার্য, অশোক সেন, টি কে মাল, গৌতম গাঙ্গুলী, স্বপন সরকার ,তথাগত ঘোষ সহ একাধিক চিকিৎসক। ডাক্তারদের হসপিটাল জীবন এবং বর্তমান পরিস্থিতি নিয়ে সুন্দর বক্তব্য রাখেন ডাক্তার দেবী দাস চট্টোপাধ্যায়। অশোক নন্দী বলেন এই আন্দোলন শুধুমাত্র ডাক্তারদের জন্য নয় সমস্ত নির্যাতিতার জন্যই প্রযোজ্য। চিকিৎসকদের আন্দোলনের পাশে আজ উপস্থিত ছিল আরামবাগের মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা। মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মৃণাল কান্তি পাল ও সুপ্রকাশ কদমা। তাদের গলাতেও সরকারের নিরাপত্তা সংক্রান্ত জোরালো দাবি শোনা গেল। শেষে সকলের সমস্বরে we want justice স্লোগানে মুখরিত হলো হাসপাতাল মোড় চত্বর। এতে গলা মেলান অনেক সাধারণ মানুষ ও।

আর জি কর কান্ডে প্রতিবাদে নামলো চুঁচুড়া কোর্টের আইনজীবীরা

  একনজরে প্রতিবেদন: আজ হুগলী জেলা জজ আদালত এর তরফ থেকে  আর জি কর হাসপাতালের এর  লজ্জাজনক ঘটনার বিরুদ্ধে  মিছিল এর আয়োজন করা হয় চুঁচুড়া কোর্ট থেকে ঘড়ির মোড় পর্যন্ত। চুঁচুড়া কোর্টের প্রায় তিন শতাধিক আইনজীবি   প্রতিবাদ জানান ঘড়ির মোড়ে।we want justice কোলাহলে মুখরিত হয়ে ওঠে ঘড়ির মোড় চত্বর। আইনজীবী নূতন রায় এবং সৌমি আগরওয়াল দাবি জানান  - মেয়েরা যদি নিজেই নিজের কর্ম স্থলে সুরক্ষিত না হয় তাহলে আর কোথায় থাকবে? জোর গলায় তারা বলেন আমরা আমাদের সুরক্ষা চাই। সেই সাথে যুক্ত করেন আমরা চাই এই case এর speedy trial যাতে এই মামলার যত তাড়াতাড়ি সম্ভব নিষ্পত্তি হয় এবং  দোষীদের উপযুক্ত শাস্তি হয়।