Skip to main content

Posts

Showing posts from June, 2023

আনন্দধারার রবীন্দ্রনাথ স্মরণ

  একনজরে প্রতিবেদন:গতকাল আনন্দধারার উদ্যোগে রবীন্দ্রনাথের ১৬২ তম জন্মদিবস উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় চুঁচুড়া রবীন্দ্রভবনে। অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ছিলেন ডাক্তার সৌম্য সরকার ।অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সুলগ্না গোস্বামী, সুমিতা সরকার, সৌম্য সরকার সহ বেশ কিছু শিল্পী। আবৃত্তি পরিবেশন করেন স্পন্দন মল্লিক আয়ুষ মন্ডল, আমিনা খাতুন ও সুমনা বিশ্বাস সহ বেশ কিছু শিল্পী। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল নাটক দেবসূত্র নাটকটির পরিচালনায় ছিলেন সৈকত শীল। এ প্রসঙ্গে ডাক্তার সৌম্য সরকার বলেন রবীন্দ্রনাথ আমাদের প্রাণের মানুষ তার জন্মদিন কে স্মরণ করা বাঙালির একান্ত কর্তব্য বলেই মনে করি আর সকাল থেকে সন্ধ্যা তার জীবনচর্যা যেভাবে আমাদের সঙ্গে মিশে আছে তাকে আজ আরও একবার স্মরণ করলাম।

সমকাল ও বিবৃতির কবিতা উৎসবের স্মরণিকা প্রকাশ

                                                        ছবি:অসীম ভট্টাচার্য  একনজরে প্রতিবেদন:গতকাল প্রকাশ পেল  সমকাল ও বিবৃতির কবিতা উৎসবের স্মরণিকা। গত ২৫ ফেব্রুয়ারি সারাদিনের কবিতা উৎসবে যে সকল কবি কবিতা পাঠে অংশ নেন তাদের শ্রেষ্ঠ কবিতা নিয়েই এই সংকলন।পত্রিকা প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  ডাক্তার অক্ষয় কুমার আঢ্য ,কবি প্রবীর রায়চৌধুরী, দেবজাত,কবি দীপক রায়,ডাক্তার অর্চনা ভট্টাচার্য সহ শহরের একাধিক কবি সাহিত্যিক ও শিল্প মনস্ক মানুষ। অনুষ্ঠানে কৃষ্টি চট্টোপাধ্যায় এর গান ও পাঁচ নারীর বলয় নামাঙ্কিত বিশেষ গান ও কবিতার কোলাজ ছিলো উল্লেখ্য।পত্রিকার সম্পাদক অরিত্র শীল বলেন এটা একটা ব্যতিক্রমী উদ্যোগ।৮০ জন কবির শ্রেষ্ঠ কবিতা দুই মলাটের মধ্যে ধরার চেষ্টা হয়েছে।এই কাজ আগে কখনো হয়নি।আশা করবো পত্রিকাটি মানুষের কাছে ভীষণ ভাবে সাড়া ফেলবে।