Skip to main content

Posts

Showing posts from April, 2023

একদিনের ফরাসডাঙ্গা লিটল ম্যাগাজিন মেলা

  একনজরে প্রতিবেদন:২৩ এপ্রিল একদিনের ফরাসডাঙ্গা লিটল ম্যাগাজিন মেলা অনুষ্ঠিত হল চন্দননগরের প্রাণকেন্দ্র স্ট্রান্ড রোডের আই এম এ হলে।মেলায় নতুনশতক মনকলম, বয়ন,বৈতালিক, মকটেল,পথের আলাপ সহ মোট ৩২ টি পত্রিকা অংশ গ্রহণ করে।উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন  তৃপ্তি সাঁতারা ,বিশ্বনাথ ব্যানার্জী ও গৌর বৈরাগী। মেলার মঞ্চ হাংরি আন্দোলনের প্রখ্যাত সাহিত্যিক সুভাষ ঘোষের নামে নামাঙ্কিত করা হয়,সুভাষ ঘোষকে স্মরণ করেন লেখক উজ্জ্বল ব্যানার্জী।অনুষ্ঠানের অন্যতম আয়োজক গল্পকার শীর্ষেন্দু দত্ত বলেন এটা আমাদের প্রথম প্রচেষ্টা,প্রথমবার এত মানুষ আমাদের ডাকে সাড়া দিয়েছেন এটা দেখে ভালো লাগছে,তিনি আরও বলেন লিটল ম্যাগাজিন একমাত্র সাহিত্যধারা যা বহমানতা এবং ফেলে আসা দিনের সাহিত্যধারার মেলবন্ধন ঘটাতে সাহায্য করে, আর এই মেলবন্ধনই আগামীর সাহিত্য পথ প্রশস্ত করে। মেলায় কবিতা ও গল্প পাঠের আসর ছিল জমজমাট।প্রায় ৩০ জন কবি ও গল্পকার মেলায় পাঠে অংশ নেন।আজকের মেলায় মোট বিক্রি প্রায় ১২০০০ টাকা।প্রথম বছর এই বিক্রি বেশ সন্তোষজনক বলেই মত পোষণ করেন অংশগ্রহণকারী পত্রিকা সম্পাদকরা।