Skip to main content

Posts

Showing posts from March, 2023

রেলের জমি বেসরকারীকরণের বিরুদ্ধে AICCTU র বিক্ষোভ সভা

  একনজরে প্রতিবেদন:চন্দননগরে রেল কর্তৃপক্ষ আগামী ৩ এপ্রিল থেকে রেলের জমিতে থাকা হকার উচ্ছেদের নোটিশ জারি করেছে। এই নোটিশের ফলে বহু হকারের মাথায় আকাশ ভেঙে পড়েছে। কর্মহীন হবার আশঙ্কায় তারা।রেলের জমি বেসরকারীকরণের স্বার্থে এই উচ্ছেদের বিরুদ্ধে  AICCTU র পক্ষ থেকে আজ বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। উচ্ছেদের মুখে পড়া হকাররা এই বিক্ষোভ সভায় যোগ দেন ও তাদের যন্ত্রনার কথা তুলে ধরেন। সভায় বক্তব্য রাখেন AICCTU  র রাজ্য সম্পাদক বাসুদেব বসু, জেলা নেতা প্রবীর হালদার, সুদর্শন বসু, ছোট দোকানদার প্রণতী সাহা,বটকৃষ্ণ দাস, কৌস্তভ সাহা প্রমুখ । এই উচ্ছেদ ও রেলের বেসরকারীকরণ রুখতে সর্বস্তরের মানুষের ঐক্য গড়ে তোলার আহ্বান রাখা হয়। রেলের বেসরকারীকরণ রুখতে এই কর্মসূচিকে সংহতি জানিয়ে বার্তা পাঠান ইস্টার্ন রেলওয়ে মেনস ইউনিয়ন ও এস সি এন্ড এস টি রেলওয়ে এমপ্লয়িজ এসোসিয়েশন।