Skip to main content

Posts

Showing posts from November, 2022

নভেম্বর বিপ্লব বার্ষিকীতে চুঁচুড়ায় এসইউসিআই (কমিউনিস্ট)এর সভা

একনজরে প্রতিবেদন:মহান নভেম্বর বিপ্লবের ১০৫ তম বার্ষিকীতে এসইউসিআই (কমিউনিস্ট)এর চুঁচুড়া লোকাল কমিটির পক্ষ থেকে চুঁচুড়া ঘড়ির মোড়ে সভা করা হয়। নভেম্বর বিপ্লবের তাৎপর্য ও শিক্ষা নিয়ে বক্তব্য রাখেন দলের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড গোপাল বিশ্বাস। তিনি বলেন, 'মহান নভেম্বর বিপ্লবের শিক্ষা নিয়ে ভারতবর্ষের বুকে সমাজতান্ত্রিক সমাজব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কৃষক শ্রমিক মেহনতী মানুষের ঐক্যকে সূদৃঢ় করে কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতিগুলোর বিরুদ্ধে তীব্র গণ আন্দোলন গড়ে তুলতে হবে। মার্ক্সবাদ -লেনিনবাদ -কমরেড শিবদাস ঘোষের চিন্তার আলোকে জনগণের মধ্যে বিপ্লবী রাজনীতিকে নিয়ে যেতে হবে।'এই সভার সভাপতিত্ব করেন হুগলি জেলা কমিটি সম্পাদক কমরেড সন্তোষ ভট্টাচার্য। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন জেলার অন্যান্য নেতৃবৃন্দ।

AIARLA র সপ্তম জাতীয় সম্মেলন

 একনজরে প্রতিবেদন:সারা ভারত কৃষি ও গ্রামীণ মজুর সমিতির ( aiarla) জাতীয় সম্মেলন অনুষ্ঠিত  হচ্ছে  ১৪ ও ১৫ নভেম্বর চন্দননগর রবীন্দ্র ভবনে।সারা দেশ থেকে প্রায় ৯০০ প্রতিনিধি উপস্থিত ছিলেন এই সভায়।আয়ারলার পঃবঙ্গ রাজ্য সম্পাদক সজল অধিকারী স্বাগত ভাষণে বলেন,কেন্দ্র রাজ্যের কাজিয়ায় ১০০ দিনের কাজ বন্ধ। সরকার তার নিজের ঘোষিত ন্যূনতম মজুরীও দিচ্ছে না, এর বিরুদ্ধে আমরা লড়াই গড়ে তুলতে চাই। বুলডোজার রাজকে প্রতিরোধ করার লক্ষ্যে এই সম্মেলন সংগঠিত হচ্ছে। ফ্যাসিবাদ আমাদের দেশটাকে তছনছ করে দিচ্ছে। একে রুখে দিতে এই সম্মেলন গরীব মেহনতী মানুষের এক জাগরণের বার্তা তুলে ধরবে।সভায় উপস্থিত হয়ে  সর্বভারতীয় নেতা দীপঙ্কর ভট্টাচার্য বলেন -