Skip to main content

Posts

Showing posts from October, 2022

২য় বছর বই পার্বণ

  একনজরে প্রতিবেদন:গত ২৬ থেকে ২৮ অক্টোবর চুঁচুড়ার রবীন্দ্রভবন মুক্ত মঞ্চে আয়োজিত হল এবং অধ্যায় পত্রিকা ও প্রকাশনার পক্ষ থেকে তিন দিনের বই - পার্বণ। তিন দিনের এই পার্বণে ছিল বিভিন্ন প্রকাশনার বইয়ের টেবিল। ছিল কবিতা পাঠ,গল্প পাঠ, আলোচনা সভা ও বই প্রকাশ।মেলা মঞ্চে তিন দিনে প্রায় ৫০ জন কবির কবিতা পাঠ ও ১০ জন গল্পকারের গল্পপাঠ ছিলো অন্যতম আকর্ষণ।উদ্যোগক্তাদের পক্ষ থেকে জানানো হয়,পুজোর ঠিক পরেই স্থানীয় পাঠকদের কাছে বই পৌঁছে দিতেই এই আয়োজন। দ্বিতীয় বছরের বই পার্বণ মঞ্চে উপস্থিত ছিলেন জেলার ও শহরের বিশিষ্ট কবি ও লেখক। আগামীদিনে এই পার্বণ বৃহত্তর পাঠকের কাছে পৌঁছে যাবে বলে উদ্যোগী প্রকাশনা এবং অধ্যায় থেকে জানানো হয়।

হুগলি চুঁচুড়া বইমেলার বিজয়া সম্মিলনী

  একনজরে প্রতিবেদন : আজ বিকালে চুঁচুড়া র জ্যোতিষ ভবনে একবারে অন্য ধারায় বিজয়া সম্মিলনী পালন করলো হুগলি চুঁচুড়া বইমেলা ও সমকাল ও বিবৃতি পত্রিকা ।কবিতা গান সুর চা বিস্কুট ও সন্দেশ দিয়ে প্রায় ঘন্টা তিনেক ৫০ জন মানুষকে নিয়ে টানটান এক অনুষ্ঠান।৩৯ জনের কবিতা পাঠ,বেশ কিছু মানুষের আলোচনা অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য। সথে  ছিল নাট্যকার রঞ্জন রায়ের গান।এই অনুষ্ঠানের সাথেই শুরু হয়ে গেল হুগলি চুঁচুড়া বইমেলার কাউন্টডাউন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী নরেন দে,কবি দেবাশিস রায়,নিত্যারঞ্জন দেবনাথ,সনৎ দে,হরিৎ বন্দোপাধ্যায় সহ একাধিক কবি। এ প্রসঙ্গে মেলার যুগ্ম সম্পাদক গোপাল চাকী বলেন -