Skip to main content

Posts

Showing posts from May, 2022

বিশ্ববিদ্যালয়ের আচার্য্য পদে মুখ্যমন্ত্রীকে নিয়োগের সিদ্ধান্তের বিরুদ্ধে চুঁচুড়া য় প্রতিবাদে সামিল বাম ছাত্র সংগঠন এআইডিএসও*

      একনজরে প্রতিবেদন: বিশ্ববিদ্যালয়ের আচার্য্য পদে মুখ্যমন্ত্রী কে নিয়োগ করার সিদ্ধান্তের প্রতিবাদে ও জাতীয় শিক্ষানীতি ২০২০ বাতিলের দাবিতে চুঁচুড়ায় বিক্ষোভে সামিল হল বাম ছাত্র সংগঠন এআইডিএসও। শতাধিক ছাত্র-ছাত্রীর একটি মিছিল চুঁচুড়া শহরে বিক্ষোভ মিছিল করে। মিছিল শেষে খাদিনামোড়ে আচার্য্য পদে মুখ্যমন্ত্রীকে নিয়োগের সিদ্ধান্তের কালা সার্কুলার পোড়ানো হয়। সার্কুলারে অগ্নিসংযোগ করেন এআইডিএসও র রাজ্য সম্পাদক কমরেড মণিশঙ্কর পট্টনায়েক । মিছিল শেষে তিনি বলেন, "বিশ্ববিদ্যালয়ের আচার্য্য পদে মুখ্যমন্ত্রী বা রাজ্যপাল কে নিয়োগ না করে শিক্ষাবিদদের নিয়োগ করা হোক। মুখ্যমন্ত্রী বা রাজ্যপাল নিয়োগের সিদ্ধান্তের আমরা তীব্র প্রতিবাদ করছি। এছাড়াও তিনি "জাতীয় শিক্ষানীতি ২০২০" বাতিলের দাবিতে রাজ্য জুড়ে তীব্র আন্দোলনের ডাক দেন।"

অশনি- র জন্য হেল্প লাইন চালু করলেন উপ পৌর প্রধান পার্থ সাহা

  একনজরে প্রতিবেদন:চোখ রাঙাচ্ছে অশনি। আশঙ্কার কথা মাথায় রেখে হুগলি চুঁচুড়া পৌরসভার উপ পুরপ্রধান পার্থ সাহা নিজের মোবাইল নম্বর দিয়ে চালু করলেন হেল্প লাইন।তিনি জানান অনেক মানুষ এই সময় সমস্যায় পড়েন,তাই তাদের কথা ভেবে এই নম্বর চালু করেছি,তিনি আরও জানান গঙ্গা তীরবর্তী অঞ্চলের বেশ কিছু ওয়ার্ড ঝড়ের কবলে পড়ে,তাদের কথা পৌরসভা সব সময় মাথায় রাখে। যে কোনো সমস্যার সমাধানে হুগলি চুঁচুড়া পৌরসভা তৎপর।পার্থ বাবুর ফোন নাম্বার - ৮০১৩৪৬৫৩১৫।