সংবাদ একনজরে প্রতিবেদন: নদীয়ার চোদ্দ বছরের কিশোরীর ধর্ষণ,রক্তক্ষরণে মৃত্যু ও কোন সার্টিফিকেট ছাড়া মৃতদেহ পোড়ানোর সাথে জড়িত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সারা রাজ্যে খুন-সন্ত্রাস-ধর্ষণের ঘটনা বন্ধ করার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিতে চুঁচুড়ায় বিক্ষোভ দেখালো বাম ছাত্র সংগঠন এ আই ডিএসও র হুগলি জেলা কমিটি।এ দিন চুঁচুড়া কোর্ট-ঘড়ির মোড় সহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করে তারা। ডিএসও র হুগলি জেলা সম্পাদক শুকদেব বিশ্বাস বলেন, 'নদীয়ার এই ন্যাক্কারজনক ঘটনা উত্তরপ্রদেশের হাথরসের ঘটনার কথা মনে করিয়ে দেয়। প্রমাণ লোপাটের জন্য দোষীরা যেভাবে নৃশংস ঘটনা ঘটিয়েছে তাতে আমরা শিহরিত হয়ে উঠি। সভ্য সমাজে এই ধরনের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সচেতন মানুষ মাত্রই প্রতিবাদ করা দরকার। আমরা ছাত্রসমাজ এই দায় এড়াতে পারি না। এই ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক মূলক শাস্তির জন্য প্রশাসন কে কঠোর ব্যবস্থা নিতে হবে।'এর পাশাপাশি তিনি দাবি করেন যুব সমাজের মেরুদন্ড ধ্বংসকারী দুয়ারে মদ প্রকল্প অভিলম্বে বাতিল করতে হবে।