একনজরে প্রতিবেদন:অবিলম্বে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে পঠন-পাঠন চালু করা ও জাতীয় শিক্ষানীতি ২০২০ বাতিল করার দাবিতে 'সারা বাংলা সেভ এডুকেশন কমিটি'র হুগলি জেলার পক্ষ থেকে আজকে চুঁচুড়া খাদিনা মোড় থেকে ঘড়ির মোড় পর্যন্ত পদযাত্রা করা হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষক ,কবি ,শিল্পী, গবেষক , ছাত্র সহ শিক্ষানুরাগী মানুষ এই পদযাত্রায় অংশগ্রহণ করে। ঘড়ির মোড়ে দীর্ঘক্ষন পথসভা হয় এবং ডিএম এর নিকট ডেপুটেশন দেওয়া হয়। সভা পরিচালনা করেন এই কমিটির হুগলী জেলার সহ-সভাপতি শিক্ষক প্রদীপ সিংহ মহাশয় ।এই কমিটি'র হুগলি জেলার সম্পাদক শিক্ষক কুমুদ মন্ডল বলেন 'পয়লা ফেব্রুয়ারি থেকে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে অফলাইনে পরিকাঠামো ঠিক করে স্বাস্থ্যবিধি মেনে পঠন-পাঠন চালু করার ব্যবস্থা সরকারকে করতে হবে। পয়লা ফেব্রুয়ারি থেকে শিক্ষা প্রতিষ্ঠান না খুললে আরও বৃহত্তর আন্দোলনে যাব। তিনি আরো বলেন করোনার দোহাই দিয়ে অনলাইন ব্যবস্থার মাধ্যমে 'জাতীয় শিক্ষানীতি ২০২০' কেই কেন্দ্র-রাজ্য সরকার চালু করতে চাইছে। শিক্ষাকে ব্যবসায়ীদের পণ্যে পরিণত করতে চাইছে। এর বিরুদ্ধে সকলকে একত্রিত হয়ে আন্দোলন