সংবাদ একনজরে, বলাগর: বামপন্থী দল এসইউসিআই (কমিউনিস্ট )এর রাজ্য কমিটির পক্ষ থেকে কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতি গুলির বিরুদ্ধে ১থেকে ৭ জুলাই এক সপ্তাহব্যাপী যে প্রতিবাদ দিবসের ডাক দিয়েছিল তারই ধারাবাহিকতায় আজ বলাগড় ব্লক কমিটির পক্ষ থেকে বলাগড় বিডিও কে পেট্রোল, ডিজেল ,রান্নার গ্যাস ও কেরোসিন তেলের বিপুল পরিমাণ ট্যাক্সের টাকা প্রত্যাহার করে দাম কমানো, কৃষি বিল-২০২০, বিদ্যুৎ বিল-২০২০ বাতিল , স্বজন পোষণ না করে ১৮থেকে ৪৪বছর বয়সী সকলকে দ্রুত ভ্যাকসিন প্রদান,বলাগড় ব্লকের রেয়ন মিল সহ সমস্ত বন্ধ কল-কারখানা খোলা, সমস্ত স্বাস্থ্য কেন্দ্রগুলোতে সর্বক্ষণের জন্য ডাক্তার নিয়োগ , ব্লক অন্তর্গত বন্ধ হয়ে যাওয়া বহু রিভার পাম্প গুলির সঠিক রক্ষণাবেক্ষণ করে চালু করা, বেহুলা খালসহ অন্যান্য খাল সংস্কার -এই দাবি গূলি সহ ১৪ দফা দাবিতে আজকে ডেপুটেশন দেয় তারা। বিডিও সাহেব দাবিগুলির সঙ্গে সহমত পোষণ করেন ও যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে আসা এসইউসিআই কর্মী-সমর্থকরা জিরাট বাসস্ট্যান্ডে বিক্ষোভ দেখান এবং নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা ও কৃষিবিল -২০২০ দাহ করেন।এরপর একটি সুসজ্জিত মিছিল সহকারে জিরাট বাসস্ট্যান্ড থেকে জিরাট স্টেশন পর্যন্ত বিক্ষোভ দেখান তারা। স্বাস্থ্যবিধি মেনে কাটোয়া লোকাল এর সমস্ত ট্রেন চালু , শারীরিক দূরত্ব বজায় রাখার জন্য অতিরিক্ত ট্রেন চালু ও সমস্ত যাত্রীদের বৈধভাবে ট্রেনে চলাচলের সুযোগ - এই দাবি গুলির ভিত্তিতে জিরাট স্টেশন মাস্টারের কাছে ডেপুটেশন দেন । বিক্ষোভ চলাকালীন সাধারণমানুষ সাইকেল মোটরসাইকেল থামিয়ে এই আন্দোলনকে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন জানান। মিছিল চলাকালীন রাস্তার দু'পাশের সাধারণ মানুষ হাত নেড়ে এই আন্দোলনে সংহতি প্রকাশ করেন।।
Comments
Post a Comment