পুজোয় 'আমার বইপাড়া'
একনজরে প্রতিবেদন: আবার বিপদ কাটিয়ে বইপাড়া স্বাভাবিক ছন্দে ফিরছে।সেই গান,'আমরা করব জয়'।সবাই ছিলেন এই পূর্ব এশিয়ার অন্যতম বইয়ের ঠেক।বই কারিগররা এখানে আজও বাংলা বইয়ের ইতিহাস সাজিয়ে যাচ্ছেন।কোভিড-১৯ বা প্রাকৃতিক ঝড় আমফনের আকস্মিক ধাক্কা সামলে উঠতেতো হবেই।কারণ,আমরা যে বইপাড়ার মানুষ।আর আমাদের সারাবছর যাঁরা বইয়ের জোগান দিয়ে এসেছে সেই সব বই কারিগরদের,সেই সহযোদ্ধাদের সঙ্গে সংবাদ একনজরেও।
'আমার বইপাড়া' সংকলন টির বিক্রিত অর্থ আমাদের দুটি সংগঠন 'চৌরঙ্গী পত্রিকার ত্রাণ তহবিল' ও 'লিটিল ম্যাগাজিন সমন্বয় কমিটির তহবিলে আমরা তুলে দেব।
সঙ্গে থাকুন-প্রকাশ হবার পর বইটি মূল্যের বিনিময়ে সংগ্রহ করুন।আপনার দেওয়া মূল্য কোন কারিগরের মুখে হাসি ফোটাবে।
বইটি সম্পাদনা করেছেন ধীমান ব্রহ্মচারী। চারুপাঠ প্রকাশনী থেকে বইটির প্রকাশ পাবে আগামী অক্টোবর এ। প্রচ্ছদ করেছেন অয়ন চৌধুরী।
Comments
Post a Comment