Skip to main content

অসহায় মানুষের পাশে চুঁচুড়ার SFI সংগঠন - Janobarta Digital


একনজরে, চুঁচুড়া : কোরোনা ভাইরাসের জের, ২১দিন লকডাউন ঘোষণার পর থেকেই গোটা দেশের পাশাপাশি রাজ্যের দিনমজুর সহ আর্থিকভাবে অক্ষম মানুষদের মাথায় হাত। এমত অবস্থাই আজ শহর চুঁচুড়া'য় অন্যান্য সংস্থার পাশাপাশি চাল , ডাল, আলু দিয়ে অসহায় মানুষদের পাশে দাঁড়ালো চুঁচুড়া SFI সংগঠন।

 এদিন সকালে শহরের বেশ কিছু জায়গায় ঘুরে ঘুরে প্রায় ৬০জন মানুষকে খাদ্য সামগ্রী দিয়ে পাশে দাঁড়ালো একঝাক যুবক-যুবতী। 

শহর SFI এর তরফ থেকে এক সমর্থক বলেন, নিজেদের সমর্থ মতো আজ খাদ্য সামগ্রী বিলি করা হলো। আগামী দিনে আবারও আমরা এই কর্মসূচি গ্রহণ করবো, সাধারণ মানুষের পাশে আমরা সর্বদা আছি।।

Comments

ঝলকে ৫

সমকাল ও বিবৃতির কবিতা উৎসবের স্মরণিকা প্রকাশ

                                                        ছবি:অসীম ভট্টাচার্য  একনজরে প্রতিবেদন:গতকাল প্রকাশ পেল  সমকাল ও বিবৃতির কবিতা উৎসবের স্মরণিকা। গত ২৫ ফেব্রুয়ারি সারাদিনের কবিতা উৎসবে যে সকল কবি কবিতা পাঠে অংশ নেন তাদের শ্রেষ্ঠ কবিতা নিয়েই এই সংকলন।পত্রিকা প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  ডাক্তার অক্ষয় কুমার আঢ্য ,কবি প্রবীর রায়চৌধুরী, দেবজাত,কবি দীপক রায়,ডাক্তার অর্চনা ভট্টাচার্য সহ শহরের একাধিক কবি সাহিত্যিক ও শিল্প মনস্ক মানুষ। অনুষ্ঠানে কৃষ্টি চট্টোপাধ্যায় এর গান ও পাঁচ নারীর বলয় নামাঙ্কিত বিশেষ গান ও কবিতার কোলাজ ছিলো উল্লেখ্য।পত্রিকার সম্পাদক অরিত্র শীল বলেন এটা একটা ব্যতিক্রমী উদ্যোগ।৮০ জন কবির শ্রেষ্ঠ কবিতা দুই মলাটের মধ্যে ধরার চেষ্টা হয়েছে।এই কাজ আগে কখনো হয়নি।আশা করবো পত্রিকাটি মানুষের কাছে ভীষণ ভাবে সাড়া ফেলবে।