Skip to main content

Posts

Showing posts from May, 2019

ওরা ভাঙ্গে, আমরা গড়ি- অসিত মজুমদার, বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি উদ্বোধন চুঁচুড়ায় - Janobarta Digital

রাজেশ মন্ডল ও শুভদীপ দে, হুগলী : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাঙালী তথা ভারতবাসীর গর্ব। বিদ্যাসাগর প্রতিটি বাঙালীর আবেগের সাথে জড়িত। জাতি ধর্ম বণ নির্বিশেষে বিদ্যাসাগর ভারত বর্ষের ঈশ্বর স্বরূপ। এহেন বিদ্যাসাগরের মূর্তি ভাঙ্গাকে কেন্দ্র করে গত ১৪ মে থেকে বাংলার রাজনীতি উত্তাল হয়ে উঠেছে। দোষারক পাল্টা দোষারক ক্রমাগত রাজনৈতিক পরিস্থিতিকে জটিল করে তুলছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বিজেপি সর্ব ভারতীয় সভাপতি অমিত শাহ উপর দোষ চাপিয়েছেন এ ব্যাপারে। রাজ্যের অন্যান্য অংশের সাথে হুগলী চুঁচুড়া পুরসভাও এই ঘটনাকে তীব্র নিন্দা করেছে। স্থানীয় বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগে এবং হুগলী চুঁচুড়া পুরসভার ব্যবস্থাপনায় দীর্ঘদিন ধরেই মনসাতলার বিদ্যাসাগর পার্কের সংস্কারের কাজ চলছিল। পার্কের বাইরে বিদ্যাসাগরের মূর্তি উদ্বোধন হওয়ার কথা ছিল বেশ কিছুদিন পরেই। কিন্তু এহেন বর্বর আচরণের পর বিধায়ক অসিত মজুমদার ও পুরসভা ১৫ মে বিদ্যাসাগরের মূর্তি উন্মোচনের সিদ্ধান্ত নেয়। এই প্রবাদ প্রতিম মানুষটিকে যথা যোগ্য সন্মান দিয়ে বিধায়ক অসিত মজুমদার বলেন, " বিদ্যাসাগরের মূর্তি ভাঙ্গা বাঙালীর লজ্জা। এ

চুঁচুড়া জটিলেশ্বর শিব মন্দিরে অক্ষয় তৃতীয়া'র রথের মেলা - Janobarta Digital

 রাজেশ মন্ডল, হুগলী: চুঁচুড়া জটিলেশ্বর শিব মন্দিরে অক্ষয় তৃতীয়া'র রথের মেলা #Video

শহর চুঁচুড়ায় ভোট মোটের ওপর শান্তিপূর্ণ - Janobarta Digital

শহর চুঁচুড়ায় ভোট মোটের ওপর শান্তিপূর্ণ জনবার্তা প্রতিবেদন : নির্বিগ্নেই শেষ হলো শহর চুঁচুড়ার ভোট। চুঁচুড়া শহরের অধিকাংশ বুথেই ভোট দাতাদের উৎসাহ ছিল চোখে পরার মতো। অতিরিক্ত উষ্ণতার জন্য সকাল সকাল ভোটকেন্দ্র গুলিতে ভিড় ছিল বেশি। দু-একটি বিছিন্ন ঘটনা ছাড়া কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের তৎপরতায় কোথাও কোনো অশান্তির চিহ্ন চোখে পড়েনি। ডান বাম সব পক্ষকেই হাতে হাত মিলিয়ে কাজ করতে দেখা গেছে। কিছু কিছু জায়গায় বয়স্ক ও প্রতিবন্ধী মানুষদের হাত ধরে ভোট কেন্দ্রে পৌঁছে দিতে দেখা গেছে কেন্দ্রীয় বাহিনীকে। ভোটকে কেন্দ্র করে চুঁচুড়ায় ছিল উৎসবের মেজাজ। শহরের প্রাণ কেন্দ্র ঘড়ির মোড় সকাল থেকেই ছিল কার্যত স্তব্ধ। ডান বাম সব পক্ষই নির্বাচনের জয়ের ব্যাপারে অত্যন্ত আশাবাদী। সব পক্ষের গলাতেই শোনা গেল প্রত্যয়ের শুরু।।