জনবার্তা ডিজিটাল: চুঁচুড়া'র নৃত্য শিক্ষা কেন্দ্র "নৃত্যন" এর উদ্যোগে আজ সকালে এক প্রভাতফেরীর মধ্যে দিয়ে বসন্ত উৎসব পালিত হলো। ফেরীতে অংশগ্রহণ করেন উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষারত ক্ষুদে ছাত্রীরা, উপস্থিত ছিলেন অভিভাবকরাও। শহরের রাস্তায় আবির খেলা ও নৃত্য পরিবেশনের মধ্যে দিয়ে বসন্তকে স্বাগত জানালো "নৃত্যন"। "নৃত্যনের" শিক্ষিকা পূজা চক্রবর্তী এপ্রসঙ্গে এক ছোট সাক্ষাৎকরে বলেন...
একনজরে প্রতিবেদন: প্রথম দিনেই উন্মাদনা তুঙ্গে উঠলো ১৭ তম হুগলী চুঁচুড়া বইমেলার। শনিবার সন্ধ্যা নামতেই লোকের ভিড় লক্ষ্য করা গেল বইমেলা প্রাঙ্গণে। বই নেড়েচেড়ে দেখা সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আড্ডার মেজাজে জমে উঠল হুগলি চুঁচুড়া বইমেলা। বই বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেল প্রথম দিনেই সারা যথেষ্ট ভালো। লিটিল ম্যাগাজিনের টেবিল থেকেও ক্রেতাদের লিটিল ম্যাগাজিন কেনা যথেষ্ট আশাব্যঞ্জক। মেলা সম্পাদক গোপাল চাকি জানান প্রথম দিনেই এই উৎসাহ আগে কোন বছর দেখা যায়নি। আশা করছি আগামী দিনে বইমেলাকে মানুষ উজাড় করে দেবেন। ১৭ তম হুগলি চুঁচুড়া বইমেলা প্রসঙ্গে এবং অধ্যায় প্রকাশনীর ধীমান ব্রহ্মচারী জানান -



Comments
Post a Comment