সূত্র : থার্ড লাইনে কাজ হওয়ার জের এবার ব্যান্ডেল-বর্ধমান মেইন লাইনে। সূত্রের খবর অনুযায়ী আগামী শুক্রবার থেকে ধরলে আগামী তিন দিন ব্যাহত হবে ব্যান্ডেল - বর্ধমান শাখায় ট্রেন চলাচল। রেল সূত্রের খবর বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে কতৃপক্ষ এবং দূরপাল্লার ট্রেন গুলির একাংশ কর্ড লাইন দিয়ে চালানো হবে।।
একনজরে প্রতিবেদন: প্রথম দিনেই উন্মাদনা তুঙ্গে উঠলো ১৭ তম হুগলী চুঁচুড়া বইমেলার। শনিবার সন্ধ্যা নামতেই লোকের ভিড় লক্ষ্য করা গেল বইমেলা প্রাঙ্গণে। বই নেড়েচেড়ে দেখা সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আড্ডার মেজাজে জমে উঠল হুগলি চুঁচুড়া বইমেলা। বই বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেল প্রথম দিনেই সারা যথেষ্ট ভালো। লিটিল ম্যাগাজিনের টেবিল থেকেও ক্রেতাদের লিটিল ম্যাগাজিন কেনা যথেষ্ট আশাব্যঞ্জক। মেলা সম্পাদক গোপাল চাকি জানান প্রথম দিনেই এই উৎসাহ আগে কোন বছর দেখা যায়নি। আশা করছি আগামী দিনে বইমেলাকে মানুষ উজাড় করে দেবেন। ১৭ তম হুগলি চুঁচুড়া বইমেলা প্রসঙ্গে এবং অধ্যায় প্রকাশনীর ধীমান ব্রহ্মচারী জানান -



Comments
Post a Comment