চন্দননগর জগদ্ধাত্রী পুজো গাইড ম্যাপ উদ্বোধন প্রশাসনের, পুজোর দিনগুলি কড়া নিরাপত্তায় ঢাকবে শহর - Janobarta Digital
রাজেশ মন্ডল,হুগলী: আজ বিকালে চন্দননগর কমিশনারেটের উদ্যোগে চন্দননগর স্ট্রান্ডে এক সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে গাইড ম্যাপের উদ্বোধন করা হলো। কমিশনারেটের কমিশনার অজয় কুমার গাইড ম্যাপের উদ্বোধন করেন, এছাড়াও উপস্থিত ছিলেন প্রশাসনের নানা স্তরের আধিকারিক বৃন্দ। চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর দিন গুলোতে গোটা শহরে মোট ১০০টি ক্লোজ সার্কিট ক্যামেরা নজরদারীতে থাকবে। এছাড়াও থাকছে প্রায় ৬০টির কাছাকাছি নো এন্ট্রি পয়েন্ট।
প্রশাসনের সমস্ত স্তরের আধিকারিকরা মিলিতভাবে নজরদারি চালাবে চন্দননগর, মানকুন্ডু ও ভদ্রেশ্বরের বিস্তীর্ন অঞ্চলে। এছাড়াও গোটা শহর জুড়ে থাকবে "পুলিশ ক্যাম্প", ৪টির কাছাকাছি অগ্নিনির্বাপক ক্যাম্প, ৭টি ভেহিকেল রিকভারি ভ্যান। জলপথে সুরক্ষার জন্য গঙ্গার এপারে চন্দননগর কমিশনারেটের পুলিশ বাহিনী মজুত থাকবে এবং গঙ্গার ওপারে অর্থাৎ জগদ্দল এর দিকের ঘাট গুলিতে থাকবে ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ বাহিনী।
জলপথে নজরদারি দেবে পুলিশ লঞ্চ এবং বোর্ট। এছারাও পুলিশ ক্যাম্প গুলিতে থাকবে 'চিইল্ড মার্ক কার্ড', অভিভাবকরা এই ক্যাম্প গুলি থেকে তাঁদের শিশুদের এই কার্ড করিয়ে নিতে পারবেন,ফলে যদি অভিভাবকের হাত ছাড়া হয়ে যায় তাহলে সেই বাচ্ছাকে সহজেই চিহ্নিত করা সম্ভব হবে। নজরদারিতে থাকবে সাদা পোশাকের পুলিশও। সব মিলিয়ে বেশ আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থায় মুড়ে ফেলা হবে গোটা শহর এবং নিরবিগ্নেই পুজো কাটবে বলে আশা প্রশাসনের।।
Police Help Line Number :
2683-0293/0294
Traffic Helpline Number : 6289038806
জলপথে নজরদারি দেবে পুলিশ লঞ্চ এবং বোর্ট। এছারাও পুলিশ ক্যাম্প গুলিতে থাকবে 'চিইল্ড মার্ক কার্ড', অভিভাবকরা এই ক্যাম্প গুলি থেকে তাঁদের শিশুদের এই কার্ড করিয়ে নিতে পারবেন,ফলে যদি অভিভাবকের হাত ছাড়া হয়ে যায় তাহলে সেই বাচ্ছাকে সহজেই চিহ্নিত করা সম্ভব হবে। নজরদারিতে থাকবে সাদা পোশাকের পুলিশও। সব মিলিয়ে বেশ আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থায় মুড়ে ফেলা হবে গোটা শহর এবং নিরবিগ্নেই পুজো কাটবে বলে আশা প্রশাসনের।।
Comments
Post a Comment