রাজেশ মন্ডল, হুগলী: জেলা সদর চুঁচুড়ার অন্যতম প্রসিদ্ধ ও প্রাচীন কালী মন্দির গুলির মধ্যে অন্যতম 'বুনোকালী মাতার' মন্দির। মন্দির কমিটির কথায় আনুমানিক প্রায় ২০০ বছরের প্রচীন এই মন্দির। কথিত আছে এই ২০০ বছর আগে এই মন্দির স্থানীয় অঞ্চল অর্থাৎ চুঁচুড়া জেলেপাড়া অঞ্চল জঙ্গল ছিল। সেই জঙ্গলের মধ্যের এক পুকুর থেকে উঠে এজ ভক্তকে দেখা দেন এবং প্রতিষ্ঠা করে নিয়মিত পুজো করার স্বপ্নাদেশ দেন এরপর থেকে এই মন্দিরে পূজিত হন দেবী।
বর্তমানে মন্দিরের উত্তর দিকে ওই পুকুর বিরাজমান। এবং তারপর থেকেই নিয়মিত পুজোর শুরু এবং বছরের এই একটা দিন অর্থাৎ কালী পুজোর রাতে মা এর বাৎসরিক পুজো সমাপন হয়। এলাকার পাশাপাশি পার্শবর্তী শহর গুলি থেকেও ভক্তরা এসে ভিড় জমান। কালী পুজোর একদিন পর মন্দির কমিটির উদ্যোগে অন্নকূট দেওয়া হয়। প্রায় আট -নয় হাজার মানুষ অন্নকূট হিসাবে ভোগ খান।।
Comments
Post a Comment