"শহর চুঁচুড়ার নিকাশি ব্যবস্থায় এবার 'পোয়েসিলিয়া রেটিকুলাটা', উদ্যোগে চুঁচুড়া পুরসভা - Janobarta Digital
রাজেশ মন্ডল, হুগলী: শহর চুঁচুড়ার নিকাশি ব্যবস্থায় এবার নয়া সদস্য, 'পোয়েসিলিয়া রেটিকুলাটা'। হুগলী চুঁচুড়া পুরসভার ৩০টি ওয়ার্ড এর নর্দমা গুলিতে যাতে মশার লার্ভা না জমে এবং শহরে মশার উপদ্রপ ঠেকাতে জন্যই এই উদ্যোগ বলে জানিয়েছেন পুরসভার পুরপ্রধান গৌরিকান্ত মুখার্জী। তিনি আরও বলেন, আমরা পৌরসভার পক্ষ থেকে ডি.এম. সাহেবের কাছে আবেদন করেছিলাম এই প্রকল্পের। আর আজ ডি.এম. সাহেবের মাধ্যম দিয়েই রাজ্য সরকারের থেকে এই প্রকল্প আমরা পেয়েছি।
অনেকে পাঠকই হয়ত এখনও বুঝে উঠতে পারেননি এই গোটা বিষয়টা। আসলে এই 'পোয়েসিলিয়া রেটিকুলাটা' নামটার সাথে আমরা খুব একটা পরিচিত নই। আসলে এই 'পোয়েসিলিয়া রেটিকুলাটা' হলো 'গাপ্পি' মাছের বিজ্ঞান সম্মত নাম। আর মশার বংশবৃদ্ধি এবং লার্ভা দমনে এই গাপ্পি মাছের যেহেতু কোনো বিকল্প নেই সেহেতু রাজ্য সরকার ও পুরসভার মিলিত উদ্যোগে শহরের সমস্ত নর্দমায় এই মাছ ছাড়ার উদ্যোগ নেওয়া হয়। আজ সকালে পুরসভা সংলগ্ন একটি নর্দমায় গাপ্পি মাছ ছেড়ে প্রকল্পের সূচনা করেন পুরপ্রধান গৌরিকান্ত মুখার্জী। উপস্থিত ছিলেন উপ-পুরপ্রধান অমিত রায়, CIC পার্থ সাহা সহ স্যানেটারী বিভাগের আধিকারিকরা। আগামী দিনে শহরের সমস্ত ওয়ার্ডে প্রতিনিধিদের মাধ্যমে এই গাপ্পি মাছ ছাড়া হবে। ফলে মশার উপদ্রব একটু হলেও কমানো যাবে বলে আশাবাদী পুরপ্রধান।।
Comments
Post a Comment