রাজেশ মন্ডল, হুগলী : গ্রীষ্ম বর্ষাকে বিদায় জানিয়ে দোরগোড়ায় এসে উপস্থিত শীত অর্থাৎ শীতকাল। সাধারণ মানুষের কাছে এই শীতকাল যেমন ভ্রমণ প্রিয় তেমনই হানিকারকও। বিশেষত বাচ্ছা শিশুদের জন্য। মরশুম বদলানোর সময় এবং এই চলতি শীতে শিশুদের যত্ন নেবেন কি ভাবে, তাদের পরিচর্যা করবেন কী পদ্ধতিতে, এই সমস্ত বিষয়ে বললেন শিশু ডাঃ বিশেষজ্ঞ ইন্দ্রনীল চৌধুরী। একটি বিশেষ প্রতিবেদন...।।
একনজরে প্রতিবেদন: প্রথম দিনেই উন্মাদনা তুঙ্গে উঠলো ১৭ তম হুগলী চুঁচুড়া বইমেলার। শনিবার সন্ধ্যা নামতেই লোকের ভিড় লক্ষ্য করা গেল বইমেলা প্রাঙ্গণে। বই নেড়েচেড়ে দেখা সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আড্ডার মেজাজে জমে উঠল হুগলি চুঁচুড়া বইমেলা। বই বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেল প্রথম দিনেই সারা যথেষ্ট ভালো। লিটিল ম্যাগাজিনের টেবিল থেকেও ক্রেতাদের লিটিল ম্যাগাজিন কেনা যথেষ্ট আশাব্যঞ্জক। মেলা সম্পাদক গোপাল চাকি জানান প্রথম দিনেই এই উৎসাহ আগে কোন বছর দেখা যায়নি। আশা করছি আগামী দিনে বইমেলাকে মানুষ উজাড় করে দেবেন। ১৭ তম হুগলি চুঁচুড়া বইমেলা প্রসঙ্গে এবং অধ্যায় প্রকাশনীর ধীমান ব্রহ্মচারী জানান -


Comments
Post a Comment