রাজেশ মন্ডল, হুগলী : গ্রীষ্ম বর্ষাকে বিদায় জানিয়ে দোরগোড়ায় এসে উপস্থিত শীত অর্থাৎ শীতকাল। সাধারণ মানুষের কাছে এই শীতকাল যেমন ভ্রমণ প্রিয় তেমনই হানিকারকও। বিশেষত বাচ্ছা শিশুদের জন্য। মরশুম বদলানোর সময় এবং এই চলতি শীতে শিশুদের যত্ন নেবেন কি ভাবে, তাদের পরিচর্যা করবেন কী পদ্ধতিতে, এই সমস্ত বিষয়ে বললেন শিশু ডাঃ বিশেষজ্ঞ ইন্দ্রনীল চৌধুরী। একটি বিশেষ প্রতিবেদন...।।
সংবাদ একনজরে প্রতিবেদন : মহারাষ্ট্রে শিন্ডে-ফড়নবিশ সরকারের মন্ত্রিসভা সম্প্রসারণের কয়েক ঘণ্টা বাকি। তার আগে মুখ্যমন্ত্রীর ভাইপোকে গ্রেফতার প্রসঙ্গে তোলপাড় মহারাষ্ট্র। জানা যাচ্ছে জুয়া খেলার সময় গ্রেফতার মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের ভাইপো মহেশ শিন্ডে। মীরারডের জিসিসি ক্লাবের একটি জায়গায় জুয়া খেলছিলেন মহেশ শিন্ডে। সেই সময় পুলিশ ক্লাবটিতে অভিযান চালায় এবং ১০ জনকে আটক করে। এই তথ্য সামনে আসতেই তোলপাড় শুরু হয়েছে।
Comments
Post a Comment