রাজেশ মন্ডল, হুগলী : গ্রীষ্ম বর্ষাকে বিদায় জানিয়ে দোরগোড়ায় এসে উপস্থিত শীত অর্থাৎ শীতকাল। সাধারণ মানুষের কাছে এই শীতকাল যেমন ভ্রমণ প্রিয় তেমনই হানিকারকও। বিশেষত বাচ্ছা শিশুদের জন্য। মরশুম বদলানোর সময় এবং এই চলতি শীতে শিশুদের যত্ন নেবেন কি ভাবে, তাদের পরিচর্যা করবেন কী পদ্ধতিতে, এই সমস্ত বিষয়ে বললেন শিশু ডাঃ বিশেষজ্ঞ ইন্দ্রনীল চৌধুরী। একটি বিশেষ প্রতিবেদন...।।
ছবি:অসীম ভট্টাচার্য একনজরে প্রতিবেদন:গতকাল প্রকাশ পেল সমকাল ও বিবৃতির কবিতা উৎসবের স্মরণিকা। গত ২৫ ফেব্রুয়ারি সারাদিনের কবিতা উৎসবে যে সকল কবি কবিতা পাঠে অংশ নেন তাদের শ্রেষ্ঠ কবিতা নিয়েই এই সংকলন।পত্রিকা প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক্তার অক্ষয় কুমার আঢ্য ,কবি প্রবীর রায়চৌধুরী, দেবজাত,কবি দীপক রায়,ডাক্তার অর্চনা ভট্টাচার্য সহ শহরের একাধিক কবি সাহিত্যিক ও শিল্প মনস্ক মানুষ। অনুষ্ঠানে কৃষ্টি চট্টোপাধ্যায় এর গান ও পাঁচ নারীর বলয় নামাঙ্কিত বিশেষ গান ও কবিতার কোলাজ ছিলো উল্লেখ্য।পত্রিকার সম্পাদক অরিত্র শীল বলেন এটা একটা ব্যতিক্রমী উদ্যোগ।৮০ জন কবির শ্রেষ্ঠ কবিতা দুই মলাটের মধ্যে ধরার চেষ্টা হয়েছে।এই কাজ আগে কখনো হয়নি।আশা করবো পত্রিকাটি মানুষের কাছে ভীষণ ভাবে সাড়া ফেলবে।
Comments
Post a Comment