Skip to main content

জগদ্ধাত্রী পুজো উপলক্ষে দুঃস্থদের মধ্যে খাদ্য-দ্রব্য বিতরণে উদ্যোগী একঝাঁক যুবক-যুবতী ● Janobarta Digital

জনবার্তা ডেস্ক : গোটা রাজ্যের পাশাপাশি চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর বাদ্যি বেজেছে। পাড়ায় পাড়ায় চলছে জোর কদমে কাজ, কোথাও বা আবার শেষ মুহূর্তের প্রস্তুতি। সব মিলিয়ে উৎসবের জমজমাটি আয়োজন। এসবের মাঝে চন্দননগরের একটি চলচ্চিত্র প্রোডাকশন হাউস 'কাগজের টুকরো'র উদ্যোগে প্রায় ১০০ জনের কাছাকাছি দুঃস্থ মানুষদের খাদ্য-বস্ত্র সামগ্রী বিতরণ করা হলো। 
দেখুন ভিডিও
আজ সকালে চুঁচুড়া গোর্খা গ্রাউন্ড থেকে কর্মসূচী শুরু করে ব্যান্ডেল দেবানন্দপুরের একটি ইঁট ভাটার কর্মীদের খাদ্য-বস্ত্র বিতরণ করে কর্মসূচীর সমাপ্তি ঘটে। আয়োজক সংস্থার সকল সদস্যেই কলেজ পড়ুয়া। এই অল্পবয়সে তাদের এহেন উদ্যোগে স্বাগত জানিয়ে, প্রশংসায় পঞ্চমুখ চুঁচুড়া-চন্দননগর শহরবাসীর অনেকেই। এপ্রসঙ্গে উদ্যোগী সংস্থার পক্ষ থেকে অর্নব চক্রবর্তী বলেন....।। (দেখুন ভিডিও)

Comments

ঝলকে ৫

সমকাল ও বিবৃতির কবিতা উৎসবের স্মরণিকা প্রকাশ

                                                        ছবি:অসীম ভট্টাচার্য  একনজরে প্রতিবেদন:গতকাল প্রকাশ পেল  সমকাল ও বিবৃতির কবিতা উৎসবের স্মরণিকা। গত ২৫ ফেব্রুয়ারি সারাদিনের কবিতা উৎসবে যে সকল কবি কবিতা পাঠে অংশ নেন তাদের শ্রেষ্ঠ কবিতা নিয়েই এই সংকলন।পত্রিকা প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  ডাক্তার অক্ষয় কুমার আঢ্য ,কবি প্রবীর রায়চৌধুরী, দেবজাত,কবি দীপক রায়,ডাক্তার অর্চনা ভট্টাচার্য সহ শহরের একাধিক কবি সাহিত্যিক ও শিল্প মনস্ক মানুষ। অনুষ্ঠানে কৃষ্টি চট্টোপাধ্যায় এর গান ও পাঁচ নারীর বলয় নামাঙ্কিত বিশেষ গান ও কবিতার কোলাজ ছিলো উল্লেখ্য।পত্রিকার সম্পাদক অরিত্র শীল বলেন এটা একটা ব্যতিক্রমী উদ্যোগ।৮০ জন কবির শ্রেষ্ঠ কবিতা দুই মলাটের মধ্যে ধরার চেষ্টা হয়েছে।এই কাজ আগে কখনো হয়নি।আশা করবো পত্রিকাটি মানুষের কাছে ভীষণ ভাবে সাড়া ফেলবে।