ছবি: অর্নব চক্রবর্তী |
চিন্ময় কর্মকার, চুঁচুড়া(০১/১১/২০১৮) : দুর্গাপূজা মিটে গেলেও মেটেনি পুজোর আনন্দ। তারই নিদর্শন "হুগলী জেলা সেরা পুজোর সন্ধানে ২০১৮" -এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান। গত বুধবার চুঁচুড়া রবীন্দ্র ভবনে R.P. Production আয়োজিত হুগলী জেলা সেরা পুজোর সন্ধানের পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়ে গেল। সেদিন সন্ধ্যায় হুগলী জেলার মোট ২৫টি পুজো কমিটিকে পুরস্কার স্বরূপ পিতলের দুর্গা মূর্তি তুলে দেওয়া হয়।
এদিনের অনুষ্ঠানে কমিটি গুলির হাতে পুরস্কার তুলে দেন রাজ্যের কৃষি ও বিপণন মন্ত্রী তপন দাসগুপ্ত, হুগলী জেলা পরিষদের সভাধিপতি শেখ মেহবুব রহমান, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, হুগলী চুঁচুড়া পৌরসভার পুরপ্রধান গৌরিকান্ত মুখার্জী, উপ- পৌরপ্রধান অমিত রায়, পৌর পরিষদ সদস্য গোবিন্দ দাসগুপ্ত, জেলা পরিষদের সদস্য নিশেষ ঘোষ, জাতীয় কবি অরুন চক্রবর্তী, আলোক চিত্রশিল্পী শৈলেন নন্দী, বিশিষ্ঠ সমাজসেবী কাজল দে সহ বিশিষ্ঠ ব্যক্তিরা।
ছবি: চিন্ময় কর্মকার |
এছাড়াও নৃত্য পরিবেশন করেন রবীন বিশ্বাস, সঙ্গীত পরিবেশন করেন ট্রাফিক সার্জেন্ট শিবাশীষ শর্মা এবং পৌরপ্রধান গৌরিকান্ত মুখার্জী। সব মিলিয়ে প্রায় ২০০০ মানুষর সমাগমে অনুষ্ঠানটি সাফল্য মন্ডিত হয়ে ওঠে।।
Comments
Post a Comment