চুঁচুড়া: বাঙালীর এক পার্ব্বণ মিটতে না মিটতেই শুরু হয়ে গেল আরেক পার্ব্বণ "ভাইফোঁটা"। যদিও এটা দুর্গা বা কালী পুজোর মতো দীর্ঘস্থায়ী নয় একদিনের এক রীতি তাও বাঙালীরা চুটিয়ে উপভোগ করেন আজকের এই দিনটা। ভাইফোঁটা মূলত ভাই ও বোনের ভালোবাসা ও আশীর্বাদ বিনিময়ের এক রীতি। এদিন বোন ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তাঁর শ্রীবৃদ্ধি ও মঙ্গল কামনা করে।
আজ এমনই এক ছবি চুঁচুড়ার তোলাফটক "ছবির মহলে"। বিগত বছর গুলির মতো এবছরও সকল ভাইবোন এক হয়ে ভাইফোঁটা অনুষ্ঠিত হলো আজ। এতো না হয় কমন ব্যাপার তবে এখানের বিশেষত হলো বিগত ১২ বছর ধরে এখানে সঙ্গীতশিল্পী রাখী মন্ডলের থেকে ভাইফোঁটা নিয়ে আসছেন হুগলী চুঁচুড়া পুরসভার পুরপ্রধান গৌরিকান্ত মুখার্জী। পাশাপাশি দুপুরে ভুঁড়িভোজেরও আয়োজন করা হয়। সব মিলিয়ে বেশ জমজমাটি একটা দিন উপভোগ করছেন সকলেই।।
Comments
Post a Comment