Skip to main content

Posts

Showing posts from June, 2018

হুগলী চুঁচুড়া শহরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা

শুভদীপ দে ,  হুগলী :  আজ বিকালে চুঁচুড়া ঘড়ির মোড়ে হুগলী চুঁচুড়া পৌরসভার উদ্যোগে চুঁচুড়া বিধানসভার বিস্তীর্ন অঞ্চলে অবস্থিত স্কুল গুলি থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হলো। উক্ত অনুষ্ঠানে প্রায় ২৭৪ জন ছাত্র ছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়। ADVERTISEMENT অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তপন দাসগুপ্ত, বিধায়ক অসিত মজুমদার, প্রশাসনের উচ্চপদস্থ অধিকারিকরা সহ অঞ্চলের সমস্ত স্কুলের প্রতিনিধিরা। এছাড়াও হুগলী চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান গৌরিকান্ত মুখার্জীকে নিজদ্বায়ীত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করতে দেখা যায়। ADVERTISEMENT একনজরে হুগলী চুঁচুড়া নিবেদন করছে... OFFICIAL BLOGPOST OF EKNOJORE HOOGHLY CHUCHURA

চুঁচুড়া সদর হাসপাতালে পাঁচ টাকায় সবজি ভাত , জনদরদী মুখ দেখল শহরবাসী

পলাশ মুখোপাধ্যায়, হুগলী : গত ২৮শে জুন বৃহস্পতিবার চুঁচুড়া'র অজন্তা অ্যাম্বুলেন্স গ্রূপে উদ্যোগে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে মাত্র পাঁচ টাকার বিনিময়ে ভাত, ডাল, সবজি, চাটনী, পাঁপড় ও পায়েস তুলে দেওয়া হলো চিকিৎসা করাতে আসা সাধারণ মানুষের হাতে। এখানে প্রতিদিনই প্রায় হাজার হাজার মানুষ আসেন চিকিৎসার জন্য, যেহেতু জেলা সদর হাসপাতাল তাই গ্রাম থেকে সহ দূর দূরান্ত থেকেও বহু গরিব মানুষ আসেন। রুগীর চিকিৎসার খরচ বহন করতে করতে প্রায় পকেট শুন্য হয়ে পড়েন রুগীর সাথে আশা আত্মীয়রা। Advertisement ফলে পেতে টান পড়লেও পর্যাপ্ত পরিমান খাবার খেতে পারেন না। মূলত তাঁদের কথা মাথায় রেখেই অজন্তার এই উদ্যোগ বলে জানান অজন্তা গ্রূপে কর্নধার সঞ্জয় সিনহা। সঞ্জয় বাবু আরও বলেন, "আমরা আজকেই প্রথম করলাম এই কর্মসূচী, একদম বিনা পয়সায় দিতে কেমন লাগে বলে আমরা ৫টাকা মূল্য ধার্য্য করেছি। আপাতত সপ্তাহে একদিন এই পরিষেবা দেওয়া হচ্ছে, মাসখানেকের মধ্যে আমরা প্রতিদিনই এই পরিষেবা দিতে পারবো বলে আমার ধারণা। এই উদ্যোগ শুনে অনেক মানুষই এগিয়ে এসেছেন, স্পন্সর এর জন্য। আগামীদিনে আরও ভালো ভাবে করবো এই আশা রাখছি আর আমাদের দ

মহা সমারহে পালিত হলো শ্রীরামপুর মাহেশের জগন্নাথ দেবের স্নান যাত্রা

রাজেশ মন্ডল, হুগলী : ৬২২ তম বর্ষে পদার্পন করল হুগলীর শ্রীরামপুর মাহেশের জগন্নাথ দেবের স্নানযাত্রা। স্নানপিঁড়ির জগন্নাথদেবের স্নান মঞ্চে তিন বিগ্রহকে ২৮ ঘড়া গঙ্গাজল ও দুইমণ দুধ দিয়ে স্নান করানো হয়।ভোর থেকে তিন বিগ্রহকে মন্দিরের বাইরে বাড়ান্দায় এনে রাখা হয়েছে ভক্তদের দর্শনের উদেশ্যে। ADVERTISEMENT এই স্নানযাত্রার পর তিন বিগ্রহকে কম্বলে মুড়ে মন্দিরের গর্ভগৃহে রাখা হয়।এরপর রথের আগের দিন জগন্নাথদেব কে রাজবেশ পড়ানো হয়। তখন তাঁকে নবযৌবন বলা হয়। আগামী ১৪ই জুলাই রথযাত্রার দিন তিন বিগ্রহ রথে চেপে মাসীর বাড়ি উদ্দেশে রওনা দেয়।এদিন স্নানযাত্রা দেখতে কয়েক হাজার ভক্ত সমাগম হয়েছিল মাহেশ স্নানপিঁড়ি মাঠে। মাহেশের পাশাপাশি হুগলী চুঁচুড়া'র সমস্ত মঠেও ধুমধামের সাথে পালন হয় স্নানযাত্রা।। দেখুন ভিডিও ।। ADVERTISEMENT একনজরে হুগলী চুঁচুড়া নিবেদন করছে... OFFICIAL BLOGPOST OF EKNOJORE HOOGHLY CHUCHURA

স্মৃতির অন্তরালে:বাংলার ভ্রমন পত্রিকার জনক প্রমোদাদিত্য মল্লিক

প্রসূন মল্লিক, হুগলী(২৭.০৬.২০১৮) :  ভ্রমণবার্তা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক তথা বাংলার ভ্রমণ পত্রিকার জনক শ্রী প্রমোদাদিত্য মল্লিক ১৯৩৫ সালের ২রা জুন হুগলী-চুঁচুড়ার ঘুটিয়াবাজার অঞ্চলে প্রখ্যাত মল্লিক পরিবারে জন্মগ্রহণ করেন । পিতা গোপেশচন্দ্র মল্লিক ছিলেন স্বাধীনতা সংগ্রামী ও নেতাজীর সহকর্মী । মাতা রেনুকা মল্লিক ও ছিলেন বিপ্লবী ভাবধারায় অনুপ্রাণিত । পিতামহ ডাক্তার প্রসাদদাস মল্লিক ছিলেন স্বনামধন্য চিকিৎসক । ছোটবেলায় মা মারা যাওয়ায় ও বাবা বিপ্লবী কর্মকাণ্ডের জন্য কারাবরণ করায় পিতামাতার স্নেহ পাননি । প্রমোদাদিত্য চার ভাইবোন । অনেক কষ্টের মধ্যেও তাঁর উচ্চশিক্ষা চালিয়ে গেছেন প্রমোদাদিত্য । ADVERTISEMENT কর্মজীবনে তিনি কখনও চাকুরীর কথা ভাবেননি । স্বাধীন ব্যবসাকে পছন্দ করতেন । বহুদিন নানা ব্যাবসাও করেছেন । আর তাঁর খুব ভ্রমণের নেশা ছিল ।১৯৭১ সালে প্রমোদাদিত্যর অগ্রজ প্রতাপাদিত্য মল্লিক ও তিনি অক্টোবর মাসে মহালয়ার দিন বাংলার প্রথম ভ্রমণ পত্রিকা " ভ্রমণবার্তা " প্রকাশ করেন ।ভ্রমণ করুন, ভ্রমণের মাধ্যমে দেশকে দেখুন ও জানুন আর সঙ্গে রাখুন একটি পত্রিকা’ – এই আদর্শ নিয়েই ১৯৭১

চুঁচুড়া'র "প্রণব কন্যা আশ্রমে" গঙ্গা পুজো

রাজেশ মন্ডল, হুগলী  :  গতকাল চুঁচুড়া'র প্রতাপপুর অঞ্চলে অবস্থিত ভারত সেবাশ্রম সংঘের অনুপ্রেনিত "প্রণব কন্যা সংঘে" অনুষ্ঠিত হলো গঙ্গা পুজোর। অতন্ত ধুমধামের সাথে ভক্তিগীতি ও সন্ধ্যা আরতির মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয় এই পুজো।  বহু মানুষ এদিন ভিড় জমান আশ্রমে। এই প্রসঙ্গে আশ্রমের রানী মা বলেন  । । দেখুন ভিডিও ।। ADVERTISEMENT একনজরে হুগলী চুঁচুড়া নিবেদন করছে... OFFICIAL BLOGPOST OF EKNOJORE HOOGHLY CHUCHURA

চলতি বছরেই কি চুঁচুড়া'য় দুর্গা কার্নিভাল ? উত্তর পেতে অপেক্ষা আর মাত্র কটা দিন..

রাজেশ মন্ডল, হুগলী :  আজ সন্ধ্যায় চুঁচুড়া'র একটি হোটেলে অনুষ্ঠিত হলো হুগলী চুঁচুড়া কেন্দ্রীয় কমিটির ২০১৮ সালের দুর্গা পুজো নির্বাচক সভা। সভায় উপস্থিত ছিলেন চুঁচুড়া'র বিধায়ক অসিত মজুমদার, হুগলী চুঁচুড়া পৌরসভার পৌরপিতা গৌরিকান্ত মুখার্জী, উপ পৌরপ্রধান অমিত রায়, কেন্দ্রীয় কমিটির সভাপতি বিভূতি দাস সহ কেন্দ্রীয় কমিটির আধিকারিকবৃন্দ। বেশ কিছু পরিকল্পনা করা হয় এই মিটিং এর মধ্যে দিয়ে,তার মধ্যে উল্লেখযোগ্য হল, ADVERTISEMENT ১. এই বছর প্রতিমা নিরঞ্জনের প্রসেশন হবে বিগত বছর গুলোর মতো হবে না, যেহেতু গোর্খা ময়দানে স্টেডিয়াম তৈরির কাজ হচ্ছে তাই নিরঞ্জন শোভাযাত্রা হবে চুঁচুড়া ঘড়ির মোড় থেকে মাঠের ধার হয়ে হুগলী মহসীন কলেজ ও নয়া জেলাশাসকের দপ্তরের সামনে দিয়ে নিরঞ্জনের লড়ি পৌঁছাবে অন্নপূর্ণা ঘাটে। ২. রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এর ভাবনাকে বাস্তবায়িত করতে, শহর চুঁচুড়া দুর্গা প্রতিমা কার্নিভাল করারও পরিকল্পনা চলছে। ৩. ২৪ঘন্টা জল সরবরাহের জন্য যে পাইপ রাস্তা খোঁড়া হচ্ছে সেই সব খারাপ রাস্তাগুলি সম্পুর্ন ভাবে সরানো সম্ভব না হলেও চলার যোগ্য করে দেওয়া হবে। বৃষ্টিতে মাটি একটু