Skip to main content

পশ্চিমবঙ্গ আদালত কর্মীচারী সমিতির ২য় বার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো জেলা প্রশাসনিক ভবন জেলা পরিষদ হলে

রাজেশ মন্ডল : পশ্চিমবঙ্গ আদালত কর্মীচারী সংগঠনের হুগলী জেলা সম্মেলনের দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হলো এক অনুষ্ঠানের। হুগলী চুঁচুড়া প্রশাসনিক ভবন জেলা পরিষদের শীত ও তাপ নিয়ন্ত্রিত হলে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান।
প্রধান অতিথি পার্থ সারথি ভট্টাচার্য (হাইকোর্ট) প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন এরপর উদ্বোধনী সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি নব কুমার সাহা, অনুষ্ঠানের সভাপতি রবীন্দ্রনাথ ভান্ডারী সহ বিশিষ্ঠ উচ্চস্তরের নেতৃত্ববৃন্দ। এই অনুষ্ঠানে বেশ কিছু বিষয় বিষয়ের উন্নয়নের দাবি করা হয়, এই প্রসঙ্গে সংগঠনের সম্পাদক সোমেন ঘোষাল বলেন...


                    সম্পাদক সোমেন ঘোষাল বলেন ... [ ভিডিও ]




ADVERTISEMENT



একনজরে হুগলী চুঁচুড়া নিবেদন করছে...
ও সাহিত্যপত্র..

************************

Official Blogpost of Eknojore Hooghly Chuchura

Gmail : eknojorechuchura@gmail. com

Comments

ঝলকে ৫

সমকাল ও বিবৃতির কবিতা উৎসবের স্মরণিকা প্রকাশ

                                                        ছবি:অসীম ভট্টাচার্য  একনজরে প্রতিবেদন:গতকাল প্রকাশ পেল  সমকাল ও বিবৃতির কবিতা উৎসবের স্মরণিকা। গত ২৫ ফেব্রুয়ারি সারাদিনের কবিতা উৎসবে যে সকল কবি কবিতা পাঠে অংশ নেন তাদের শ্রেষ্ঠ কবিতা নিয়েই এই সংকলন।পত্রিকা প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  ডাক্তার অক্ষয় কুমার আঢ্য ,কবি প্রবীর রায়চৌধুরী, দেবজাত,কবি দীপক রায়,ডাক্তার অর্চনা ভট্টাচার্য সহ শহরের একাধিক কবি সাহিত্যিক ও শিল্প মনস্ক মানুষ। অনুষ্ঠানে কৃষ্টি চট্টোপাধ্যায় এর গান ও পাঁচ নারীর বলয় নামাঙ্কিত বিশেষ গান ও কবিতার কোলাজ ছিলো উল্লেখ্য।পত্রিকার সম্পাদক অরিত্র শীল বলেন এটা একটা ব্যতিক্রমী উদ্যোগ।৮০ জন কবির শ্রেষ্ঠ কবিতা দুই মলাটের মধ্যে ধরার চেষ্টা হয়েছে।এই কাজ আগে কখনো হয়নি।আশা করবো পত্রিকাটি মানুষের কাছে ভীষণ ভাবে সাড়া ফেলবে।