একনজরে প্রতিবেদন :আর জি কর কাণ্ডের প্রতিবাদে হুগলী চুঁচুড়া বইমেলা আজ একটি প্রতিবাদী কবিতা ফোল্ডার প্রকাশ করল। কবিতা ফোল্ডার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত সংগীত শিল্পী দেবজ্যোতি মিশ্র। পত্রিকা প্রকাশকে কেন্দ্র করে শহরের শিল্পী সাহিত্যিক কবি ও সচেতন নাগরিকরা তাদের নিজস্ব শিল্পের মাধ্যমে প্রতিবাদ ফুটিয়ে তোলেন। টানা দু'ঘণ্টা, বৃষ্টির মধ্যেই চলে গান কবিতা ও আঁকার মাধ্যমে প্রতিবাদী সভা। অনুষ্ঠান শেষে আহ্বায়ক অরিত্রশিল জানান যতদিন না সঠিক বিচার আমরা পাচ্ছি ততদিন জারি থাকবে এই আন্দোলন। ততদিন আমরা প্রতিবাদের পংক্তি লিখব প্রতিবাদের গান গাইব প্রতিবাদের ছবি আঁকবো। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি দীপক রায় প্রবীর রায় চৌধুরী সৌম্য সরকার অর্চনা ভট্টাচার্য ধীমান ব্রহ্মচারী সৌম্য ঘোষ সৌম্য ঘোষ দেবজ্যাত পলাশ দত্ত অসীম ভট্টাচার্য অতনুকুমার বসু সহ এক ঝাঁক ব্যক্তিত্ব।